সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৩

অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালানো যায় তার নিয়ম...........

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে symhony ও walton স্বল্প মুল্যে android পন্য বাজারে ছাড়ায় তরুনদের মাঝে এ সকল পন্য (স্মার্ট ফোন) কেনার হিড়িক পরে গেছে। স্মার্ট ফোনের অনেক সুবিধার মধ্যে একটি হচ্ছে apps ইউজ করার সুবিধা। আমরা সবাই কম্পিউটার এ ইন্টারনেট ব্যাবহার করি, কেউ ব্লুটুথ দিয়ে কেউ আবার মডেম দিয়ে, আজ আমি আপনাদের দেখাবে কিভাবে ব্লুটুথ/মডেম ছাড়া অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালানো যায় তার নিয়ম, তাহলে আসুন নিয়ম টা শিখে নিই। প্রথমে কেবল দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কে কম্পিউটার এর সাথে ডাটা ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করে নিন। তারপর নিচের নিয়মগুলো ভাল করে অনুসরণ করি।
প্রথমে Media Device (MTP) এখানে টিক চিহ্ন দিন।
তারপর Settings>>Developer options> USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করুন। এবার Settings>Wireless & Networks>Tethering & portable hotspot গিয়ে USB tethering টিক চিহ্ন দিয়ে দিন উপরের মত করে।
ব্যাস হয়ে গেল কম্পিউটারে ইন্টারনেট সংযোগ, এবার ইচ্ছামত ইন্টারনেট ব্যবহার করুন কম্পিউটারে। আর হ্যাঁ একটি কথা আপনার সিমে কিন্তু মেগাবাইট থাকতে হবে না হলে কিন্তু হবে না।

সোমবার, ফেব্রুয়ারী ২৫, ২০১৩

কিয়ামতের আলামত সমূহ জেনে নিন

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ,  আজ আমি আপনাদের কিয়ামতের আলামত সম্পর্কে জানাবো !! কিয়ামত এর আলামত কিয়ামত কখন বা কোন সময়ে ঘটবে, সে বিষয়ের জ্ঞান একমাত্র মহান আল্লাহর কাছেই রয়েছে। আর তাই তিনি (আল্লাহ্‌) পবিত্র কুরআনে বলেছেনঃ তারা আপনাকে জিজ্ঞেস করে কেয়ামত কখন অনুষ্ঠিত হবে? আপনি বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। তিনিই তো অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। (সূরা আরাফঃ ১৮৭) তবে, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এ বিশ্বাস প্রত্যেক মুসলিমেকেই রাখতে হবে। যদিও মহান আল্লাহ্‌ কিয়ামতের নির্দিষ্ট সময় মানুষকে বলে দেননি, কিন্তু পবিত্র কুরআন ও হাদীসে এর বিভিন্ন নিদর্শন বা চিহ্ন বলে দেয়া হয়েছে। এই নিদর্শনগুলো দুই ভাগে বিভক্ত। ১। আলামতে সুগরা বা ছোট আলামত। ২। আলামতে কুবরা বা বড় আলামত। আপনাদের জ্ঞাতার্থে কিয়ামতের ছোট ও বড় আলামত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হল। আলামতে সুগরা বা ছোট আলামতঃ কেয়াতের ছোট ছোট আলামতগুলোর অন্যতম হলো- ১। এমন কিছু ঘটনা ঘটবে যা পূর্বে কখনো ঘটেনি এবং ঘটার কোন ধারণাই ছিল না। ২। অমুসলিমদের হাতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আহরিত হবে। ৩। মানুষ তার বাসস্থানকে শিল্প কারুকার্জ দিয়ে সুশোভিত করাকে গুরুত্ব দিবে। ৪। জমিনের অংশসমূহ নিকটবর্তী হয়ে যাবে। ৫। শিক্ষায় বিপ্লব ঘটে যাবে কিন্তু দ্বীনি শিক্ষা সম্পর্কে অজ্ঞ থেকে যাবে। ৬। মহিলারা অশ্লীলতায় ডুবে যাবে। মহিলাদের সৌন্দর্য চর্চা কেন্দ্রের ব্যাপক বিস্তার ঘটবে। ৭। মহিলারা পুরুষের আকৃতি ধারণ করবে আর পুরুষ মহিলার আকৃতি ধারণ করবে। ৮। কিছু মুসলমান মদ পান করবে অন্য নামে। ৯। মানুষের মধ্যে সুদের ব্যাপক বিস্তার হয়ে যাবে। ১০। অভিনন্দন ও অভিবাদন মানুষের কাছে অভিশাপ হয়ে যাবে। ১১। জমিনের বিভিন্ন অংশে ভূমিকম্প বৃদ্ধি পাবে। ১২। হঠাত্ মৃতের সংখ্যা বেড়ে যাবে আর হত্যা বৃদ্ধি পাবে। ১৩। মানুষ কথায় সুন্দর হবে, আর কাজে অসুন্দর হবে। ১৪। কন্যা সন্তানরা তার মাকে শাসন করবে এবং মায়ের অনুকরণীয় হবে। ১৫। বেপর্দা ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিবে। ১৬। সমাজের নিকৃষ্ট এবং রাখাল শ্রেণীর লোকেরা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করবে। ১৭। জগতের লোকেরা সুউচ্চ টাওয়ার নির্মাণে একে অপরে প্রতিযোগিতা করবে। ১৮। মানুষ তার সন্তানের চাইতে কুকুর লালন পালনকে বেশি প্রাধান্য দিবে। ১৯। নারীরা চুলের খোপা মাথার ওপরে এমনভাবে বাঁধবে যেন উটের পিঠের উঁচু জায়গার মতো দেখাবে। ২০। দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অতিদ্রুত ও সহজ হয়ে যাবে। ২১। সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ২২। দাসী ও সমাজের নিকৃষ্ট মেয়েরা যে সন্তান জন্ম দেবে সে সমাজের অন্যতম নেতা হবে। ২৩। অবৈধ জারজ সন্তানের সংখ্যা বৃদ্ধি পাবে । ২৪। সমাজে সম্মানিত কুলীন ভদ্রলোকগুলো কোণঠাসা হয়ে যাবে আর নিকৃষ্ট অসম্মানী লোকগুলো বেপরোয়া সাহসী হবে। ২৫। বড়কে সম্মান করবে না। ছোটকে স্নেহ করবে না। ২৬। সমাজে নেতা নেতৃত্ব বেড়ে যাবে বিশ্বস্ততা কমে যাবে। ২৭। উলঙ্গ আর বেহায়াপনার প্রতিযোগিতায় নারীরা ব্যাপকভাবে সম্পৃক্ত হবে। ২৮। জেনা ব্যাভিচার আর মদপান বেড়ে যাবে। ২৯। প্রকৃত আত্মীয়দের ছেড়ে বন্ধু-বান্ধবদের আতিথেয়তা বেড়ে যাবে। ৩০। সমাজে ফাসাদ দুর্নীতি ব্যাপক আকার ধারণ করবে। ৩১। অযোগ্য ও অসৎ ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হবে। ৩২। মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ হবে। লোকেরা পরস্পর মসজিদ নিয়ে গর্ব করবে। ৩৩। ঘন ঘন বাজার/মার্কেট নির্মিত হবে। ৩৪। সহজ সরল ব্যক্তিরা অবহেলার পাত্র হবে আর প্রতারকদের চালাক চতুর বলে প্রশংসা করা হবে। ৩৫। দুনিয়ার সম্মান ও সম্পদ অর্জনের জন্য ইসলামী জ্ঞান (ইলম) শিক্ষা ও প্রচার করা হবে। ৩৬। ইহুদী, খৃস্টানদের মত মুসলিমদেরও লক্ষ্য, উদ্দেশ্য হবে দুনিয়ার সম্পদ, সম্মান আর ক্ষমতা অর্জন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটু ভাবে দেখুনতো উপরে বর্ণিত কিয়ামতের আলামতগুলো বর্তমানে দেখা যাচ্ছে কিনা। +++++++++++++++++++++++++++++++++++++++++++ আলামতে কুবরা বা বড় আলামতঃ কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয় গেলে হঠাত করেই কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশিত হতে শুরু করবে। রাসূল (সাঃ) বলেন, মালা ছিড়ে গেলে এর পুতিগুলো যেমন দ্রুত খসে পড়ে ঠিক সেভাবেই কিয়ামতের (বড়) আলামতগুলো একের পর এক প্রকাশিত হতে থাকবে। (তিরমিযী) কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছেঃ ১। দুখান (ধোঁয়া)। রক্তিম ধোঁয়া, যা পৃথিবীকে ঢেকে ফেলবে এবং যার প্রভাবে মুমিনদের সামান্য সর্দি-কাশির মত অবস্থা হবে আর কাফেরদের জন্য যা হবে ভয়াবহ আযাব। ২। দাজ্জালের আত্মপ্রকাশ। ৩। হযরত ঈসা (আঃ) এর অবতরন। ৪। ইয়াজূজ-মাজূজ। ৫। পশ্চিম দিক থেকে সূর্যোদয়। ৬। দাব্বাতুল র্আ‌দ (প্রাণীবিশেষ যা মাটি ভেদ করে বের হবে)। ৭। তিনটি ভূধ্বস, একটি পূর্ব প্রান্তে, একটি পশ্চিম প্রান্তে আরেকটি জাযীরাতুল আরবে। ৮। আর শেষটি হচ্ছে, ইয়ামান থেকে একটি আগুন বের হবে যা মানুষকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। (মুসলিম)

রবিবার, ফেব্রুয়ারী ০৩, ২০১৩

খুব সহজে জিপি মোডেম থেকে কল করুন সাথে জিপি প্লাগিন

জিপি মডেমের সাখে যুক্ত করুন কল করার প্লাগিন । আপনাদের সকলকে জানায় স্বাগতম ! আমরা অনেকেই গ্রামীন ফোন এর ইন্টারনেট মোডেম ব্যাবহার করি। GP Internet Modem ব্যাবহার করার সময় আমাদের অনেক সময় Account Balance Check করার দরকার পরে এবং অনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে।
কিন্তু সমস্যা হল GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Function গুলা থাকে না। তাই আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। গ্রামীন ফোনের মোডেম ব্যাবহার করে কম্পিউটার থেকে সরাসরি কল করার জন্য এবং Account Balance চেক কল রিসিভ করার জন্য আপনারা একটা সফটওয়্যার ব্যাবহার করতে পারেন।
সফটওয়্যারটির নাম হোল GP USSD Activator Plugin আরেকটি কথা এই সফটওয়্যার ইন্সটল করলে Grameen Phone মোডেম এর সাথে থাকা Default Homepage (internet.grameenphone.com) এর বদলে পাচ্ছেন (http:// http://www.google.com)। আশা করি আপনাদের কাজে লাগবে। কাজটি খুব সহজ।
আসুন দেখে নেই কাজটি কিভাবে করতে হবেঃ
  • Support Windows XP, Vista, 7 ( 32 and 64 bit) এখন GrameenPhone Internet সফটওয়্যার টি Exit অথবা Close করুন।
  • এখন উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা GP USSD Activator Plugin সফটওয়্যারটি ইন্সটল করুন। (প্রয়োজনে Instraction দেখে নিন।)
  • এখন আবার ডেস্কটপ থেকে অথবা All Program থেকে GrameenPhone Internet সফটওয়্যারটি Open করুন।
সুতরাং আর দেরি না করে উপভোগ করুন গ্রামীন ফোন মোডেম থেকে সরাসরি Account Balance চেক এবং কল করার মজা। সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হল
ডাউনলোড করুন

মশা মারুন সফটওয়্যারের সাহায্যে!!!

কি অবাক হলেন ?   অবাক হবারই কথা। আমিও দেখে প্রথমে অবাক হয়েছি।
আর যখনই এর কার্যকারিতা বুঝতে পারলাম তখনি আপনাতের সাথে শেয়ার করতে বসলাম।
আপনাদের মতামত অবশ্যই জানাবেন…… যাই হোক কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আমাদের দৈনন্দিন জীবনে মশার যা জালা তা আশা করি কাউকে বলে বুঝাতে হবে না। আর এ মশার হাত থেকে বাচার জন্য এ পর্যন্ত কত টাকা যে খরচ করা হয়েছে তা হয়ত হিসেবের বাইরে। আর নয় টাকা খরচ। শুধু বাসায় একটা কম্পিউটার আর স্পিকার থাকলেই সহজেই পেয়ে যাবেন সমাধান। ভাবছেন কিভাবে ?? এতো না ভেবে থেকে ৩ মেগাবাইটের ছোট সফটওয়ারটি ডাইনলোড করে ইনস্টল করে নিন।
ডাইনলোড
এবার দেখুন খেলা….
কিভাবে ব্যবহার করবেন ?
আপনি ফ্রিকোয়েন্সি আপ ডাউন (১২-২২ কিলো হার্জ এর মধ্যে) করতে পারবেন। এই শব্দের আপডাউনের মধ্যেই নির্ভর করবে এই সফটওয়্যারের যাদুকারীতা। এটি একটু কেয়ারফুললী করবেন। দেখবেন যে কত তে রাখলে আপনার রুমের মশা ঠিক মত পালনোর পথ পাবে না।
এর পর এর status এ যদি online এ সিলেক্ট করে রাখুন তাহলে শব্দ হওয়া শুরু হবে। আর যদি offline রাখেন তাহলে শব্দ হবে না।এবং অফলাইনে থাকাকালীন কোন কাজ হবে না। তাই অনলাইনে রাখবেন।
এর পর ফ্রিকোয়েন্সি অটো বা ম্যানুয়াল এ রাখতে পারবেন।

বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৩

গুনের নামতা ১.০ বাংলা ভিডিও টিউটরিয়াল ( বাচ্চাদের জন্য )

প্রিয় টিউনার, ভিজিটর বন্ধুরা, Techtunes এ আমার প্রথম টিউন বাংলা Calculator post করার পর আপনাদের যে সাড়া পেলাম, সে জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরনায় আমরা উৎসাহিত। তাই ছোটো সোনামণি, যারা কম্পিউটারের সামনে থাকতে পছন্দ করে তাদের জন্য ছোট্ট একটি গুনের নামতা। এখানে ২ থেকে ১২ ঘর পর্যন্ত আছে। এটাকে ২০ ঘর করে আবার আপডেট করব ইনশাআল্লাহ।
আপনারা ডাউনলোড করুন, ব্যবহার করুন, কমেন্ট করুন। আপনাদের পরামর্শ আমাদের পথ চলতে সহায়তা করবে।
দোয়া করবেন,
আমাদের শ্লোগানঃ
আসুন বাংলার জন্য কাজ করি, বাংলাকে নিয়ে কাজ করি।
এখনি সময় এগিয়ে যাওয়ার চলুন এগিয়ে যাই।
এখান থেকে ডাউনলোড করুন।
ধন্যবাদ।

বাংলা ভিডিও টিউটরিয়াল ( বাচ্চাদের জন্য ) আজই ডাউনলোড করুন ।

আসসালামুলাইকুম , আশা করি সবাই ভাল আছেন । এই কিছুদিন হল অসুস্থ তা থেকে উঠ লাম । অসুস্থ হয়ার আগেই ইচ্ছা ছিল একটা বাংলা সফটওয়্যার নিয়ে টি উন করার । কিন্তু ব্রেক দিতেই হল । যাই হক আবার ফিরে আসলাম আপান্দের মাঝে নতুন একটা অ্যাপ্লিকেশান নিয়ে । আসলে টিউন করার লোভ কে অফফ করতেই পারি না । এই টিউনটি করার আমি আগে একটা টিউন করেছি ( ইংলিশ ভিডিও টিউটরিয়াল ফর কিডস) । সেই টিউনটি করার পর অনেকেই বলেছিল বাংলা নিয়ে এই ধরনের একটা টিউন করার ।
এই বাংলা অ্যাপ্লিকেশান থেকে খুব সহজে বাচ্চারা বর্ণ , সংখা , বাংলাদেশের জাতীয় সংগীত , শিখতে পারবে । কারন এই অ্যাপ্লিকেশান এ সব কিছু আছে উচ্চারন সহকারে , যা বাচ্চাদের জন্য খুবই সহজ হবে শিখার জন্য ।
ডাউনলোড করে দেখুন খুব ই কাজে লাগবে । বাংলার জন্য কিছু না কিছু করতে হবে । বাংলাকে সবার মাঝে সহজ করে তুলতে হবে ।
ডাউনলোড করুন :
http://www.mediafire.com/?7m56l1248bbb119
প্রথমে অ্যাপ্লিকেশান টি শুরু হবে বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে ।
এরপর পরের স্ক্রীন এ কিছু বাটন থাকবে , যার মাধ্যমে আপনি কোন অংশটুকু দেখবেন তা নিরবাচন করতে পারেন ।
প্লে বাটন এ ক্লিক করুন
যদি বন্ধ করতে চান তাহলে ক্রস বাটন এ ক্লিক করতে হবে ।
ভাল থাকুন ......
এই অ্যাপ্লিকেশান গুলু aitnet থেকে তৈরিকৃত

মাইক্রোসফট অফিসে বাংলা বানান পরীক্ষা করুনঃ

বাংলাদেশের প্রকাশনা শিল্প এখনো আসকি (ASCII) বা বিজয় নির্ভর।  ইউনিকোড জগতে অভ্র অপ্রতিদ্বন্দ্বি হলেও মুদ্রনশিল্প, অফিস আদালতের কাজে বিজয়ের মুখাপেক্ষি হতে হয়। অনলাইনে যেসব বাংলা বানান নিরীক্ষক পাওয়া যায় যেগুলোর সবগুলোই ইউনিকোড নির্ভর।
তাই অফিসের কাজে বিজয় দিয়ে টাইপ করা কোন ডকুমেন্টের বানান হয়তো আপনি চেক করতে পারছেন না।
এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছেন ডেভলোপার জাহিদুল ইসলাম রবি। তিনি তৈরী করেছেন শুদ্ধ শব্দ নামের অসাধারণ একটি অ্যাডইনস যা মাইক্রোসফট অফিসে ভালমত ব্যবহার করা যায়। ব্যক্তিগতভাবে আমি Windows 7 এবং অফিস 2007 এ সফলভাবে ব্যবহার করতে পেরেছি।
এর শব্দভাণ্ডারে রয়েছে ১, ০৬, ০০০ এরও বেশি শব্দ যা সম্পূর্ণ আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসারে প্রণীত। এটিই একমাত্র কাজের অভিধান যেটিকে প্রিন্টিং বা প্রফেশনাল কাজে ব্যবহার করা সম্ভব।

টিউটোরিয়াল

1. প্রথমে মিডিয়াফায়ারের এই লিংক থেকে ‍শুদ্ধশব্দ ডাউনলোড করে নিন। সাইজ (4.31 MB)
2. আপনার পিসিতে ইন্সপল করে নিন।
3. মাইক্রোসফট অফিস দিয়ে ডকুমেন্ট ওপেন করুন।
4. Menu থেকে Add Ins এ ক্লিক করুন-
 এখান থেকে Bangla Spelling এ ক্লিক করুন।
দেখুন আপনার টাইপকৃত ভুল শব্দটি মার্ক হয়ে সঠিক অনেকগুলো শব্দ সাজেস্ট করেছে!
ভাল থুকুন, সুস্থ থাকুন।

অপারেটিং সিস্টেম ইন্সটল করুন Pendrive থেকে

আসসালামু-আলাইকুম,
এই বিষয়ের ওপর কন টিউন করা হয়েছে কি না জানিনা। তবে নতুনদের কাজে লাগবে।ভুল হলে ক্ষমা করবেন, সংশধন করে দেবেন। যারা ১০.১ ইঞ্চি বা তারচেয়ে ছোট মনিটরের ল্যাপটপ use করেন ,তাদের ল্যাপটপে সাধারণত সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থাকে না। এখন তারা অপারেটিং সিস্টেম ইন্সটল করবেন কিভাবে? হ্যাঁ, তারা পেনড্রাইভ দিয়েই এটা করতে পারবেন। দেখে নিন TRICK টা
প্রথমে আপনার পেনড্রাইভটা কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে ওকে করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART । তাহলে নতুন আরেকটা উইন্ডো খুলবে। সেখানে LIST DISK লিখে এনটার করুন। এবার প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে লিখুন












CLEAN
 
CREATE PARTITION PRIMARY
 
SELECT PARTITION 1
 
ACTIVE
 
FORMAT FS=NTFS
 
ASSIGN
 
EXIT
এবার উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইভ -এ ঢোকেন । ধরে নিই আপনার ডিভিডি রম ড্রাইভ ও পেনড্রাইভের ড্রাইভ লেটার হল যথাক্রমে P ও Q।
কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে P: CD BOOT Ges CD BOOT লিখুন।
এবার BOOTSECT.exe /NT60 Q: লিখে এনটার করুন। এবার ডিভিডির সব ফাইল পেনড্রাইভে কপি করে নিন, এতে আপনার পেনড্রাইভ
বুটেবল হয়ে যাবে এবং এটা দিয়েই আপনি সরাসরি অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারবেন।
বিঃদ্রঃ এই পদ্ধতি XP র জন্য নয়। শুধু 7, 8 & vista র জন্য।
Thanks to all....
ভাল লাগলে কমেন্ট করবেন। প্লিজ খারাপ কোন কমেন্ট করবেন না।  বিদায়............

তথ্যসুত্র : 

বৃহস্পতিবার, জানুয়ারী ১০, ২০১৩

SSC and Dhakil Exam rutine - 2013

SSC Rutine
Dhakil rutine