বৃহস্পতিবার, জানুয়ারী ১৭, ২০১৩

গুনের নামতা ১.০ বাংলা ভিডিও টিউটরিয়াল ( বাচ্চাদের জন্য )

প্রিয় টিউনার, ভিজিটর বন্ধুরা, Techtunes এ আমার প্রথম টিউন বাংলা Calculator post করার পর আপনাদের যে সাড়া পেলাম, সে জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরনায় আমরা উৎসাহিত। তাই ছোটো সোনামণি, যারা কম্পিউটারের সামনে থাকতে পছন্দ করে তাদের জন্য ছোট্ট একটি গুনের নামতা। এখানে ২ থেকে ১২ ঘর পর্যন্ত আছে। এটাকে ২০ ঘর করে আবার আপডেট করব ইনশাআল্লাহ।
আপনারা ডাউনলোড করুন, ব্যবহার করুন, কমেন্ট করুন। আপনাদের পরামর্শ আমাদের পথ চলতে সহায়তা করবে।
দোয়া করবেন,
আমাদের শ্লোগানঃ
আসুন বাংলার জন্য কাজ করি, বাংলাকে নিয়ে কাজ করি।
এখনি সময় এগিয়ে যাওয়ার চলুন এগিয়ে যাই।
এখান থেকে ডাউনলোড করুন।
ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন