বৃহস্পতিবার, মে ১২, ২০১১

ফ্রি ডাউনলোড : মোজিলা ফায়ারফক্সের বাংলা সংস্করণ

উইন্ডোজের সাথে পাওয়ার সুবাদে বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করলেও ওয়েব ব্রাউজার হিসেবে মোজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তাও কম নয়এবং দিনকেদিন এর জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েই চলেছেআপনি কি জানেন, ওপেনসোর্স ভিত্তিক এই জনপ্রিয় ওয়েব ব্রাউজারটির 2.0 সংস্করনটির বাংলা সংস্করণও এখন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে?

 ফায়ারফক্সের বাংলা সংস্করণটি প্রকাশ করেছে একুশেআর এর সার্বিক তত্তাবধানে আছে অঙ্কুরবুঝতেই পারছেন এটি সম্পূর্ণ ফ্রি ডাউনলোডযোগ্যআপনি এটা ডাউনলোড করতে পারবেন একুশের ওয়েবসাইট http://www.ekushey.org/ থেকেফাইলটি একটি জিপ ফাইল এবং এর সাইজ মাত্র 262 কিলোবাইট

 এটি ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে আগে থেকেই মোজিলা ফায়ারফক্সের 2.0 ভার্সনটা ইনস্টল করা থাকতে হবেযদি আপনার কম্পিউটারে মোজিলা ফায়ারফক্স না থাকে তাহলে http://en-us.www.mozilla.com/en-US/firefox/ থেকে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নিনএরপর একুশে থেকে en-US.zip ফাইলটা ডাউনলোড করুনএখন এর .zip এক্সটেনশনটা পরিবর্তন করে .jar এক্সটেনশন দিনএক্সটেনশন পরিবর্তন করার জন্য আপনাকে Tools > Folder Options > View থেকে Hide extentions for known file types থেকে টিকচিহ্নটা তুলে দিতে হতে পারে

 এখন যদি মোজিলা ফায়ারফক্স চালু থেকে থাকে তবে প্রথমেই তার সকল উইন্ডো বন্ধ করে দিনএরপর C:\Program Files\Mozilla Firefox\chrome এ গিয়ে সেখানে আগে থেকেই অবস্থিত en-US.jar ফাইলটাকে রিনেম করে en-US.jar.bak নাম দিন অথবা অন্য কোন ফোল্ডারে কপি করে রাখুন যেন পরবর্তীতে প্রয়োজন হলে আবার ব্যবহার করতে পারেনএবার en-US.zip থেকে রিনেম করা en-US.jar ফাইলটা কপি করে এই  \Mozilla Firefox\chrome ফোল্ডারে পেস্ট করুনএবার মোজিলা ফায়ারফক্স চালু করে দেখুন সবকিছু বাংলা হয়ে গেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন