শুক্রবার, ডিসেম্বর ২৮, ২০১২

চোখ বাঁচাতে কম্পিউটার ছেড়ে দেবো না



 বর্তমান সময়ে আমারা কম্পিউটার মানব হয়ে গেছি, কোনো কাজ কম্পিউটার ছাড়া হয় না। আর যারা নেট এ বসি তারা সারাদিন facebook, chat, social network করে সারাদিন কাটিয়ে দিই, কখন যে সময় তা পার হয়ে যায় তা বুঝতে পারি না। কিন্তু আমারা নিজেরাই জানি না যে অজান্তে কখন আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। সারাদিন কম্পিউটার এ বসে থাকার ফলে চোখ টা কখন খারাপ হতে চলেছে তা কেউ কি জানে? 


Screen resolution
আমরা কেউ adjust করি না। screen যত চক চক করবে মনিটর ততো ভালো। পিকচার দেখতে ভালো লাগবে, কিন্তু এর ফলেই দেখা দেয় চোখের নানা রকম সমস্যা। চোখ জ্বালা করে, চোখের জল শুকিয়ে যায়, তাই আমাদের অল্প সময়েই মূল্যবান চোখ দুটি হারাতে হয়, নয় ডাক্তারের কাছে গিয়ে চশমা নিতে হয়, তাই আগে থেকে সচেতন হলে ক্ষতি কি?
তাবলে আমারা চোখ বাঁচাতে কম্পিউটার ছেড়ে দেবো না, চোখ বাঁচিয়ে কাজ করবো, কম্পিউটার ছেড়ে দিলে পৃথিবী টা যে থেমে যাবে, তাকেও তো বাঁচাতে হবে।


অনেক জ্ঞান দিলাম। এবার কাজের কথায় আসি। আমি একটা software share করবো, যা দিয়ে আপনি সহজেই আপনার মূল্যবান চোখ বাঁচাতে পারবেন, আর ডাক্তার এর কাছে যেতে হবে না। না এটি মিথ্যা নয় এক্কেবারে সত্যি। আমি নিজে এটা ব্যবহার করি এবং কাজ পেয়েছি। সফটওয়্যার টি সত্যি কাজের। সফটওয়্যার টির সাইজে খুব ছোট কিন্তু কাজে খুব powerful.

Software
টি এক পলকেই install হয়, আর কোনো ঝামেলাই নেই। আর আপনাকে কোন রকম বিরক্তও করবে না, নিজের মত কাজ করে যাবে, কম্পিউটার কে slow করে না। আপন মনে চলতে থাকে। automatic computer screen adjust করে, যেমন সকালে এক রকম, দুপুরে, বিকালে, রাত্রি তে এক রকম। কারো উপকারে এলে আমার ভালো লাগবে।


সোমবার, ডিসেম্বর ১৭, ২০১২

♣♀♣ ইন্টারনেট ছারাই (অফলাইনে) টেকটিউনস /যে কনো ব্লগ পড়ুন ♣♀♣

১। টিউন ইনস্টলেশন:-
|---------------------------|
|ইউসার লেভেল - মিড লেভেল
|ডিফিকাল্টি - ২০%

|ডাউনলোড করুন এখানে ক্লিক করে
|---------------------------|
। ডাউন লোড হয়ে গেলে সোফট টি নরমাল ভাবে ইনস্টল করুন। তারপর ওপেন করে বন্ধ করে দিন।
৩। পেচ ফাইলে ক্লিক করুন তারপর পেচ লিখাটায় ক্লিক করুন তারপর এখানে যান c/program files/Offline Explorer Enterprise/ এখন OE.exe টা সিলেক্ট করে ওপেন করুন নিচের ছবির মত।
 হয়ে গেছে এবার ৪নং দেখুন।৪। এখন ডেস্কটপ থেকে Offline Explorer Enterprise ওপেন করুন project URL এর ঘরে লিখুন http://techtunes.com.bd আর project নেম এর ঘরে লিখুন tt নিচের ছবির মত তারপর নেক্সট দিন।
এবার ১ লিখাটা আছে না? সেখানে যদি চান প্রথম ২/৩ পাতা আপলোড করবেন তাহলে ১ উঠিয়ে ৩দিয়ে দিন। আর প্রথমে ১দিয়েই করুন টেস্ট হয়ে যাবে। (১পাতায় যত পোস্ট আছে সব ডাউনলোড করেছি আমি ৬/৭ মিনিটে আমার স্পিড ছিলো ১৫-১৮কেবি)
নেক্সট দিন/আবার নেক্সট দিন/আবার নেক্সট দিন/আবার নেক্সট দিন/ এবার দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। নিচের ছবির মার্ক করা জায়গাটা দেখুন। connecting to host techtunes তার মানে ডাউনলোড হতেছে। আর একি জায়গায় যদি দেখুন Download completed লিখা তার মানে ডাউনলোড করা একদম শেষ।
৫। যদি মনে করেন যতটুক চেয়েছেন ততটুক ডাউনলোড হয়ে গেছে তাহলে নিচের ছবির মত নির্দিষ্ট Project (TT)-এ রাইট ক্লীক করে → Download → Stop এ ক্লীক করুন। আপনি চাইলে আবার একই জায়গা থেকে ReStart Download দিয়ে ডাউনলোর শুরু করতে পারবেন। আবার যদি চান আপডেট করতে তাহলে আপডেট ও করে নিতে পারবেন। নিচের ছবিটি দেখুন।
৬। এবার ফাইলটি কে ওয়েব সাইট আকারে সেভ করতে চাইলে → File → Export এ ক্লীক করুন। এবার ডায়ালগ বক্সে ফাইলটি কোথায় Export করবেন সেই লোকেশনটি নির্ধারন করে দিন। অতঃপর Export বাটনে ক্লীক করুন। নিচের ছবির মত
এবার নিচের ছবির মত ব্রাউসে ক্লিক করে যেখানে সেফ করতে চান জায়গা দেখেন তারপর ওকে দিয়ে Export ক্লিক করুন তারপর একটু সময় দিন Export হয়ে যাবে।
৬। টিং টিং টি টিং, এবার রেডি হয়ে যান ইন্টারনেট ছারা টেকটিউনস পড়তে প্রথমে টেস্ট করার জন্য আপনার নেটের নাইল ডিসকানেক্ট করুন। এখন যেখানে Export করেছিলেন সেই ফোল্ডারে যান গিয়ে দেখুন অনেক ফাইল আছে সেখান থেকে contents.htm নামের ফাইল টি মজিলা দিয়ে ওপেন করুন (এক্সপ্লরার দিয়ে কেনো জানি আপাতত আমি পারতেছি না।)


 তারপর নিচের ছবির মত একটা পেজ ওপেন হয়ে মজিলাতে। TT লিখাতে ক্লিক করুন ও ব্রাউস করা শুরু করুন ইন্টারনেট ছারা।
এক ঝলক দেখে নিন কেম লাগে অফলাইনে ব্রাউস করতে নিচের ছবিতে





বুধবার, ডিসেম্বর ১২, ২০১২

বাংলালিংক থেকে বাংলালিংকে আনলিমিটেড ফ্রি এস.এম.এস যারা পাঠাইতে পারেন না , তাড়াতাড়ি আইসা পড়েন !!

আমরা বর্তমানে অনেকেই বাংলালিংক সিম ইউজ করি ।  কারন ,তাদের কথার সত্যতা আছে এবং যা বলে ঠিক সমপরিমাণ টাকা কাটে। যদি এমন হয় যে আপনি বাংলালিঙ্ক থেকে বাংলালিঙ্ক এ ফ্রী S.M.S পাঠাইতে পারতেসেন , বিষয়টা ভালই লাগে। হাহাহা :D চলেন মিশন শুরু করি ___
বাংলালিংক সিমে ৫.৭৫ টাকায় প্রতিদিন ৫০০ এস এম এস ক্রয়ের নিয়মটা সকলেই জানেন। তাহলে চলুন । আর দেরী না করে ট্রিকস্ শিখে নিই ।
 যা যা লাগবেঃ
১। একটি বাংলালিংক সিম ।
২। সিমে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে ৫.৭৫ টাকা । তবে ৭ টাকার বেশি হলে হবে না । অর্থাৎ আপনার ব্যালেন্স থাকতে হবে ৫.৭৫ থেকে ৭ টাকার মধ্যে ।
৩। নোকিয়ার একটি Simple মোবাইল । যেমনঃ ১২০২,১২০৮,১২০৯, ১১০০,১২০০,১১১০ ইত্যাদি হলে ভাল হয় । তবে চায়না ফোনে হবে না ।
৪। অন্য আরেকটি মোবাইল (যেকোনো মডেল ও যেকোনো অপারেটর হলে চলবে) ।
কার্যপদ্ধতিঃ
 ১। প্রথমে আপনার বাংলালিংক ফোন থেকে আপনার পাশে থাকা অন্য একটি মোবাইল নাম্বারে ১ টা কল দেন
২। কল টা রিসিভ করবেন না ।
৩। কল টা ঢুকার সাথে সাথে চাপুন*132*1# এবং পরে Reply এ 1প্রেস করে Ok চাপুন ।
৪। Request not completed দেখাবে ।
৫। এখন কল টা কেটে দিন অথবা Ring শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
৬। এবার*124# ডায়াল করে আপনার ব্যালেন্স দেখুন । (দেখবেন অপরিবর্তিত আছে)।
৭। এখন*124*2# ডায়াল করে আপনার ফ্রী এস এমএস এর ব্যালেন্স দেখে নিন । এভাবে যত খুশী ততবার এস এম এস কিনুন একদম ফ্রীতে ।
বিঃ দ্রঃ ৩০ সেকেন্ড এর ভেতর পুরো কাজ শেষ করতে হবে।
আরও নতুন নতুন ট্রিক্স এর সাথে পরিচিতি পেতে যুক্ত হতে পারেন আমার সাথে ফেসবুক এ!
ধন্যবাদ জানাচ্ছি পোস্ট টি পড়ার জন্য!

মাউস অথবা কীবোর্ড নষ্ট হলে অথবা কাজ না করলে কি করবেন দেখেনিন

সালাম সবাইকে আসা করি ভালো আছেন টিউনারপেজের সবাই। আজকে ছোট একটি ট্রিকস শেয়ার করলাম পত্রিকার পাতা থেকে আসা করি ভালো লাগবে আপনাদের। কম্পিউটার ও ইন্টারনেটের ছোটখাটো সমস্যা প্রায়ই ভোগায় আমাদের। এতে অনেকে ঘাবড়ে যান। কেউ আবার ছোটেন সারাইখানায়। ছোটখাটো এসব সমস্যা নিজেই সমাধান করা সম্ভব।

মাউস নষ্ট হলে


জরুরি একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ আজ জমা দিতেই হবে। কম্পিউটারে বসতেই দেখা গেল, মাউসটি কাজ করছে না! ঠিকও করা যাচ্ছে না। এখন কী উপায়? উইন্ডোজে একটি সেটিংস পরিবর্তন করে বিকল্প ব্যবস্থায় চালাতে পারেন জরুরি মাউসের কাজ। এ জন্য কিবোর্ড থেকে একসঙ্গে
  • left ALT+ left SHIFT এবং NUM Lock কি চাপুন।
  • মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে ok প্রেস করুন।
  • এবার NUM Lock বাটনটি স্বয়ংক্রিয় করুন।
  • এতে কিবোর্ডের কি দিয়ে মাউসের কার্সর নাড়াচাড়া করা যাবে।
  • 1, 2, 3, 4, 6, 7, 8, 9 বাটন দিয়ে মাউস পয়েন্টার নাড়ানো যাবে।
  • আর ৫ দিয়ে মাউসে লেফট ক্লিক এবং + দিয়ে মাউসে ডাবল ক্লিক করা যাবে।
  • ডান পাশে CTRL এর বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে।
  • কাজ শেষে NUM Lock অফ করলে এ সুবিধা বন্ধ হয়ে যাবে।

কিবোর্ড যদি কাজ না করে


যদি কিবোর্ড কাজ না করে, তাহলে কোনো কিছুই করতে পারবেন না কম্পিউটারে। এ সমস্যার সমাধান দিতে পারে উইন্ডোজের অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ড চালু করার জন্য উইন্ডোজের
  • Start থেকে All Programs-এ গিয়ে
  • Accessories >
  • Accessibility >
  • on screen keyboard-এ ক্লিক করুন।
  • দেখবেন মনিটরে ভার্চুয়াল কিবোর্ড হাজির হয়েছে।
  • এই কিবোর্ডের বাটনে মাউস দিয়ে ক্লিক করে লেখা যাবে।

শনিবার, ডিসেম্বর ০৮, ২০১২

রবি প্রিপেইড এ ১১ টাকা ৫০ পয়সা দিয়ে ৩০ MB ইন্টারনেট ব্যবহার করুন ।

সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন । আজ আপনাদের কে একটি টিপস্ দিব । যাদের রবি প্রিপেইড সিম আছে তারা সহজে ৩০ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । আর কথা না বাড়িয়ে কর্মপদ্ধতি শুরু করা যাক । ১. প্রথমে যে দিন ইন্টারনেট ব্যবহার করবেন, ঐ দিনের আগের দিন *৮৯৯৯*৩৬# ডায়েল করে গতি প্যাকেজ একটিভ্ করে নিন । ২. তারপরের দিন ২০ টাকা রিচার্জ করে নিন । ৩. এরপর *৮৯৯৯*২৬# ডায়েল করুন । এবং *৮৪৪৪*২১* ডায়েল করুন । এবার *২২২*৮১# ডায়েল করে আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করুন । দেখবেন যে আপনার ইন্টারনেট ব্যালেন্স ৩০ এমবি । বিঃদ্রঃ ইন্টারনেট ব্যালেন্সের মেয়াদ কিন্তু একদিন । ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আপনার সুস্হাস্থ্য কমনা করছি । ধন্যবাদ সবাইকে ।

উইন্ডোজ ৭ বুট কাস্টমাইজ করুন খুব সহজে।[Updated]

আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।

অনেকদিন পরে পোস্ট দিছি। ভুল হলে মাফ করবেন।

আজ আমি যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্য পোস্টটি করছি।

এখন চাইলে আপনি Starting Windows লেখাকে নিজের ইচ্ছা মত দিতে পারবেন।

ইচ্ছা মত ছবি দিতে পারবেন।

এজন্য এখান থেকে মাত্র ৬৪৩ কেবি সফটওয়্যার ডাউনলোড করে নিন।

তারপর নিচের সফটওয়্যারটি ওপেন করে Booting Option এ যান।তারপর নিচে দেখুন Message 1 ও Message 2 আছে।

সেখানে নিজের ইচ্ছা মত যেকোনো কিছু লিখুন তাহলেই হবে।তারপর Apply করুন।

Apply করার পর C ড্রাইভ এ bootmgr লিখা একটি ফাইল আসবে।এটা ডিলিট করবেন না।

আর যারা ছবি দিতে চান তারা Booting এর নিচে Default ক্লিক করলে Image এর অপশন আসবে শেখান থেকে ছবি দিতে পারবেন।

এছাড়া Animated Wallpaper দিলে খুব ভাল।

এছাড়া Background এর কালার পরিবর্তন করতে পাবেন।একটি অথাবা দুইটি Message দিতে পারবেন।


শুক্রবার, ডিসেম্বর ০৭, ২০১২

টরেন্ট ফাইল ডাউনলোড করুন আইডিএম দিয়ে ।


টরেন্ট হচ্ছে বহুল ব্যবহৃত জনপ্রিয় ডাউনলোড মাধ্যম আপনি সহজেই যে কোনো জিনিস পেতে পারেন এইখানে সহজেই কিন্তু আমরা যারা টরেন্ট ব্যবহার করি, সবারই একটাই সমস্যা এবং তা হলো স্পীড এটি অত্যান্ত ধীর গতির কিন্তু আপনি যদি চান তাহলে আপনি সহজেই এই ফাইল গুলো নামাতে পারেন, এবং দ্রুত গতিতে এবং এটি আপনি করতে পারবেন আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) এর মাধ্যমে


তো চলুন দেখা যাক কি করে আপনি আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারেন

প্রথমে আপনি আপনার পছন্দ মত টরেন্ট ফাইল সার্চ দিন এবং এর লিঙ্ক টা সঙ্গরক্ষন করুন বা টরেন্ট টা ডাউনলোড করে নিন

এর জন্য আপনি পাইরেট বে ব্যবহার করতে পারেন, আরো অনেক মাধ্যম আছে যেখান থেকে আপনি টরেন্ট ফাইলের খোজ পেতে পারেন


এর পরে নীচের সাইট টিতে প্রবেশ করুন
                                              http://www.zbigz.com/
এর পরে আপনার সার্ছ বক্সে টরেন্টের লিঙ্ক টা পেষ্ট করে দিন, বা অপলোড বাটনে ক্লিল করে যে টরেণ্ট ফাইল্টা নামিয়েছে তা অপলোড করে দিন
এর পরে Go বাটনে ক্লিক করুন
এর ফলে নতুন একটি পাতা আসবে ঐখানে free বোতামে ক্লিক করুন


এর পরে Zbigz আপনার টরেন্ট ফাইলটিকে কেচ করবে এবং এই প্রক্রিয়া কিছুক্ষনের মধ্যেই সম্পন্ন হবে




এর পরে আপনার স্ক্রীনের উপরের দিকে ডাউনলোড অপশান পেয়ে যাবেন, উপরের ছবিতে দেখতে পাচ্ছেন
ডাউনলোড বোতামে ক্লিক করুন



আপনার আইডিএম যদি ব্রাউজারের সাথে সিনক্রোনাইজদ করা থাকে তাহলে সাথে সাথে আপনার আইডিএম আপনার সামনে এসে হাযির হবে
এবং আইডিএম start ক্লিক করলে টরেন্ট ফাইলটি ডাউনলোড হতে থাকবে