শুক্রবার, ডিসেম্বর ০৭, ২০১২

টরেন্ট ফাইল ডাউনলোড করুন আইডিএম দিয়ে ।


টরেন্ট হচ্ছে বহুল ব্যবহৃত জনপ্রিয় ডাউনলোড মাধ্যম আপনি সহজেই যে কোনো জিনিস পেতে পারেন এইখানে সহজেই কিন্তু আমরা যারা টরেন্ট ব্যবহার করি, সবারই একটাই সমস্যা এবং তা হলো স্পীড এটি অত্যান্ত ধীর গতির কিন্তু আপনি যদি চান তাহলে আপনি সহজেই এই ফাইল গুলো নামাতে পারেন, এবং দ্রুত গতিতে এবং এটি আপনি করতে পারবেন আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) এর মাধ্যমে


তো চলুন দেখা যাক কি করে আপনি আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারেন

প্রথমে আপনি আপনার পছন্দ মত টরেন্ট ফাইল সার্চ দিন এবং এর লিঙ্ক টা সঙ্গরক্ষন করুন বা টরেন্ট টা ডাউনলোড করে নিন

এর জন্য আপনি পাইরেট বে ব্যবহার করতে পারেন, আরো অনেক মাধ্যম আছে যেখান থেকে আপনি টরেন্ট ফাইলের খোজ পেতে পারেন


এর পরে নীচের সাইট টিতে প্রবেশ করুন
                                              http://www.zbigz.com/
এর পরে আপনার সার্ছ বক্সে টরেন্টের লিঙ্ক টা পেষ্ট করে দিন, বা অপলোড বাটনে ক্লিল করে যে টরেণ্ট ফাইল্টা নামিয়েছে তা অপলোড করে দিন
এর পরে Go বাটনে ক্লিক করুন
এর ফলে নতুন একটি পাতা আসবে ঐখানে free বোতামে ক্লিক করুন


এর পরে Zbigz আপনার টরেন্ট ফাইলটিকে কেচ করবে এবং এই প্রক্রিয়া কিছুক্ষনের মধ্যেই সম্পন্ন হবে




এর পরে আপনার স্ক্রীনের উপরের দিকে ডাউনলোড অপশান পেয়ে যাবেন, উপরের ছবিতে দেখতে পাচ্ছেন
ডাউনলোড বোতামে ক্লিক করুন



আপনার আইডিএম যদি ব্রাউজারের সাথে সিনক্রোনাইজদ করা থাকে তাহলে সাথে সাথে আপনার আইডিএম আপনার সামনে এসে হাযির হবে
এবং আইডিএম start ক্লিক করলে টরেন্ট ফাইলটি ডাউনলোড হতে থাকবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন