শনিবার, ডিসেম্বর ০৮, ২০১২
রবি প্রিপেইড এ ১১ টাকা ৫০ পয়সা দিয়ে ৩০ MB ইন্টারনেট ব্যবহার করুন ।
সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন । আজ আপনাদের কে একটি টিপস্ দিব । যাদের রবি প্রিপেইড সিম আছে তারা সহজে ৩০ এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । আর কথা না বাড়িয়ে কর্মপদ্ধতি শুরু করা যাক । ১. প্রথমে যে দিন ইন্টারনেট ব্যবহার করবেন, ঐ দিনের আগের দিন *৮৯৯৯*৩৬# ডায়েল করে গতি প্যাকেজ একটিভ্ করে নিন । ২. তারপরের দিন ২০ টাকা রিচার্জ করে নিন । ৩. এরপর *৮৯৯৯*২৬# ডায়েল করুন । এবং *৮৪৪৪*২১* ডায়েল করুন । এবার *২২২*৮১# ডায়েল করে আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করুন । দেখবেন যে আপনার ইন্টারনেট ব্যালেন্স ৩০ এমবি । বিঃদ্রঃ ইন্টারনেট ব্যালেন্সের মেয়াদ কিন্তু একদিন । ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আপনার সুস্হাস্থ্য কমনা করছি । ধন্যবাদ সবাইকে ।
মোঃ গোলাম রাব্বানী
MBA (Evening)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আমার মোবাইল নং হল 01811326313,
01919326313, 01619326313
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন