অনেকেই ফেসবুকে ইউজারনেম ব্যবহার করে থাকে। ফেসবুকে লগইন করার সময় ই-মেইল আইডির পরিবর্তে ইউজারনেম দিয়েও ফেসবুকে লগইন করা যায়। ফেসবুকে ইউজারনেম যোগ করার জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন Username-এর ডান পাশের change-এ ক্লিক করুন। Username বক্সে নাম লিখে (কমপক্ষে পাঁচটি বর্ণের) Check availability বাটনে ক্লিক করুন। নামটি ফাঁকা থাকলে Confirm-এ ক্লিক করুন আর ফাঁকা না থাকলে নাম পরিবর্তন করে আবার চেষ্টা করুন। ধরুন, আপনি ইউজারনেম নির্বাচন করেছেন abcde, তাহলে আপনার ফেসবুকের ঠিকানা হবে www.facebook.com/abcde।
বুধবার, এপ্রিল ২৭, ২০১১
ফেসবুকে ইউজারনেম ব্যবহার করুন।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
নিরাপদে বের করুন ইউএসবি ডিভাইস
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ডিভাইস যুক্ত করলে সবার নিচে ডানে Safely remove অপশন আসে। অনেক সময় ভাইরাসের কারণে এই অপশনটি হারিয়ে যায়।
এ রকম হলে Start/Run-এ গিয়ে rundll32 shell32.dll, Control_RunDLL hotplug.dll লিখে এন্টার চাপুন। এরপর থেকে নিরাপদে ইউএসবি ড্রাইভ অপসারণ করার জন্য Safely remove অপশনটি পাবেন।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
দ্রুত বন্ধ করুন কম্পিউটার
অনেক সময় দ্রুত কম্পিউটার বন্ধের প্রয়োজন হয়। কিন্তু চলতি প্রোগ্রামের কারণে তা সম্ভব হয় না।
‘সুপার ফাস্ট’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটার বন্ধ করা যায়।
মাত্র ৩৫১ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-fast-shutdown-software.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। এরপর থেকে ডেস্কটপে Super Fast Shutdown আইকনে ক্লিক করলে কম্পিউটার দ্রুত বন্ধ হবে এবং Super Fast Reboot-এ ক্লিক করলে দ্রুত রিস্টার্ট হবে
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
দ্রুত ফাইল কপি পেস্ট করুন
নানা কারণে কম্পিউটারে বিভিন্ন রকমের ফাইল কপি পেস্ট করতে হয়। অনেক সময় ফাইল কপি পেস্টের প্রক্রিয়াটি ধীরগতির মনে হয়। এ রকম মনে হলে ‘সুপার কপিয়ার’ সফটওয়্যার ব্যবহার করতে পারেন। মাত্র ৪৭৫ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-copier-software.html ঠিকানা থেকে নামিয়ে পিসিতে ইনস্টল করুন। সফটওয়্যারটি ইনস্টল করলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, যার ফলে কম্পিউটারে কোনো ফাইল/ফোল্ডার কপি/পেস্ট কিংবা মুভ করলে তা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে সম্পন্ন হবে।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
"দেশি রান্না" বাংলাদেশের প্রচলিত খাবারের রেসেপির ব্লগ।
এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
ব্লগটির ঠিকানা হল http://deshiranna.blogspot.com
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
তৈরি করুন নিজের স্কেচ।
স্বয়ংক্রিয়ভাবে নিজের ছবির পেনসিল স্কেচ তৈরি করা যায় ‘ইনস্ট্যান্ট ফটো স্কেচ’ নামের একটি সফটওয়্যার দিয়ে। ৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/instant-photo-sketch-softare.html ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি ইনস্টল করার পর চালু করুন।
এখন file/open অপশন থেকে যে ছবিটির স্কেচ তৈরি করতে চান সেটি নির্বাচন করুন। এরপর create sketch বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ছবিটির স্কেচ তৈরি হয়ে যাবে। স্কেচ করা ছবিটি file/save-এ গিয়ে সংরক্ষণ করুন।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
ডেস্কটপে থাকা ফোল্ডারের রং পরিবর্তন করুন।
ডেস্কটপে থাকা ফোল্ডারের রং পরিবর্তনের জন্য প্রথমে http://www.mediafire.com/? ïwei“5ytyy#2 ঠিকানার ওয়েবসাইট থেকে আইকালার ফোল্ডার সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন। এবার যেকোনো ফোল্ডারে মাউস রেখে রাইট বাটন ক্লিক করলে পাওয়া যাবে পড়ষড়ঁৎ ষবনবষ নামের একটি অপশন। এখান থেকে নির্বাচন করে নিন ফোল্ডারের রং।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
কম্পিউটার ভালো রাখতে যা যা করা প্রয়োজন।
নিয়মিত কম্পিউটার ব্যবহার করলে এবং কয়েক বছর হয়ে গেলে কম্পিউটারে নানা সমস্যা দেখা দেয়। কিছু সহজ জিনিসের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন।
হার্ডডিস্কে কম জায়গা নিয়ে (লো ডিস্ক স্পেস) নিয়ে কম্পিউটার চালানো ঠিক নয়। দরকার হলে নতুন আরেকটি হার্ডডিস্ক কিনে ফেলুন।
কম্পিউটারের গতি বাড়াতে কন্ট্রোল প্যানেলের অ্যাড অর রিমোভ পোগ্রামসে গিয়ে ফাইল আনইন্সস্টল করুন।
হার্ডডিস্ক থেকে ফাইল ডিলিট করলে তা সম্পূর্ণভাবে মুছে যায় না।
অপারেটিং সিস্টেম বারবার সেটাপ করবেন না, কারণ এতে কম্পিউটারের গতি কমে যায়। তা ছাড়া এতে মাদারবোর্ডের ওপরও অনেক চাপ পড়ে। সব মিলিয়ে কম্পিউটারের গতি কমে যায়।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
কম্পিউটার নিরাপদ রাখুন।
কম্পিউটার ভাইরাসের সমস্যায় পড়ে থাকেন অনেকেই।কম্পিউটারকে ভাইরাসমুক্ত করতে ইমারজেন্সি কিট ব্যবহার করে সুবিধা পাওয়া যায়। কম্পিউটারকে প্রায় ৪০ লাখের মতো বিভিন্ন ভাইরাস, ওয়ার্ম, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার থেকে মুক্ত করা যায় ইমসিসফট ইমারজেন্সি কিট দিয়ে।
বহনযোগ্য এই সফটওয়্যার দিয়ে কম্পিউটারের ভাইরাস, ট্রজন, ওয়ার্ম, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, কিলগার ইত্যাদি স্ক্যান এবং পরিষ্কার (ক্লিন) করা যাবে।
ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.emsisoft.com থেকে নামানো যাবে। তবে এই http://freeandfreeware.blogspot.com/2010/07/emsisoft-emergency-kit.html সাইটে ৯৩টি মিরর নামানোর লিংক আছে।
ফলে মূল সাইট থেকে নামাতে সমস্যা হলেও মিরর ডাউনলোড লিংক থেকে তা নামানো যাবে।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
কিবোর্ড কথা বলবে।
টকিং কি নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনার কিবোর্ডকে কথা বলাতে পারেন। ৬৯২ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি MD. GOLAM RABBANI
ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে চালু করলে নিচে ডানে টাস্কবারে talking key নামে একটি আইকন আসবে।ঐ আইকনে ক্লীক করে talking key preference অপশনে যান এবং voice নির্বাচিত করে maximize দিন।এখন কিবোর্ড থেকে যেকোন একটি অক্ষর চাপলেই কম্পিউটার তা উচ্চারন করে শোনাবে।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
অডিও ফাইল সম্পাদনা ।
অডিও ফাইল সম্পাদনা করার ২০ মেগাবাইটের সফটওয়্যার সাউন্ড এডিটর smgrabbani.blogspot.com ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি দ্বারা MP3, MP2, WMA, WAV এবং OGG ফরম্যাটে অডিও ফাইল রেকর্ড ও রূপান্তরসহ, ভিডিও ফাইল ও ইউটিউব থেকে অডিওতে রূপান্তর করা যায়।
এ ছাড়াও এসব ফরম্যাটের ফাইলগুলো থেকে অডিও সিডি রাইট (বার্ন) করা যাবে। আরও আছে অডিও সম্পাদনা করার সব সুবিধা।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
৩০ দিনের নমুণা সফটওয়্যারের মেয়াদ বাড়িয়ে নিন।
নানা কারণে আমরা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের নমুণা বা ট্রায়াল সংস্করণ ব্যবহার করি। নির্দিষ্ট মেয়াদের পর ট্রায়াল সফটওয়্যার আর ব্যবহার করা যায় না। ‘টাইম স্টপার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি ট্রায়াল সফটওয়্যারের নির্দিষ্ট মেয়াদকে বেঁধে রাখতে পারবেন, যার ফলে যত দিন ইচ্ছে ট্রায়াল সফটওয়্যার ব্যবহার করা যাবে। মাত্র ৯৩৭ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি smgrabbani.blogspot.com ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করুন। এখন টাইম স্টপার চালু করে যে সফটওয়্যারটির ট্রায়াল সংস্করণের মেয়াদকে বেঁধে রাখতে চান, সেটির প্রোগ্রাম ফাইলে যান এবং যে অপশনে ক্লিক করলে সফটওয়্যারটি চালু হয়, সেটি নির্বাচিত করুন। যেমন ধরুন, আপনার পিসির সি ড্রাইভে ‘হিরো সুপার প্লেয়ার’ রয়েছে, তাহলে এটিকে নির্বাচিত করার জন্য C:\HEROSOFT\Hero Super Player\ STHSVCD.exe-এ ক্লিক করতে হবে। এরপর Choose new date লেখা বক্সে ওই সফটওয়্যারটির মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে একটি তারিখ নির্বাচন করুন। যেমন, সফটওয়্যারটির ট্রায়াল সংস্করণের মেয়াদ শেষ হবে ৩০ ডিসেম্বর ২০১০, তাহলে ৩০ ডিসেম্বরের আগে যেকোনো একটি তারিখ নির্বাচন করুন। সবশেষে নির্দিষ্ট বক্সে সফটওয়্যারটির নাম লিখে Create desktop icon অপশনে ক্লিক করলে ওই নামের একটি আইকন ডেস্কটপে আসবে। এখfন থেকে সফটওয়্যারটি চালু করার জন্য এই আইকন ব্যবহার করুন। তাহলেই ওই সফটওয়্যারটি যত দিন খুশি ব্যবহার করতে পারবেন। তবে ট্রায়াল সফটওয়্যারের প্রোগ্রাম ফাইল বা আসল আইকন ব্যবহার করলে আগের নিয়মে নির্দিষ্ট সময়েই এর মেয়াদ শেষ হয়ে যাবে
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
সোমবার, এপ্রিল ২৫, ২০১১
আমার পছন্দের কবিতা ‘ কবর‘’
Kei|
Kwet Rwmg DwÏb|
GBLv‡b †Zvi `vw`i Kei Wvwjg-Mv‡Qi Z‡j,
wZwik eQi wfRv‡q †i‡LwQ `yB bq‡bi R‡j|
GZUzKz Zv‡i N‡i G‡bwQjvg †mvbvi gZ gyL,
cyZz‡ji we‡q †f‡½ †M‡Q e‡j †Ku‡` evmvBZ eyK|
GLv‡b †mLv‡b Nywiqv wdwiqv †f‡e nBZvg mviv,
mviv evwo fwi GZ †mvbv †gvi QovB w`j Kviv
‡mvbvwj Elvi †mvbv gyL Zvi Avgvi bqb fwi|
jv½j jBqv ‡¶‡Z QywUZvg Mv‡qi I-c_ awi,
hvBevi Kv‡j wd‡i wd‡i Zv‡i †`‡L jBZvg KZ|
GB K_v jBqv fvwe-mve †gv‡i Zvgvkv KwiZ kZ|
Ggwb Kwiqv Rvwbbv KLb Rxe‡bi mv‡_ wg‡k,
‡QvU-LvU Zvi nvwm e¨v_v gv‡S nviv n‡q wMby w`‡k|
ev‡ci evwo‡Z hvBevi Kv‡j KwnZ awiqv cv,
ÒAvgv‡i †`wL‡Z hvBI Zywg DRvbZwji Mvq|ÕÕ
kvcjvi nv‡U ZigyR †ewP †`o cqmv K‡i †`ox,
cywZi gvjvi GKQov jB‡Z KL‡bv nBZ bv †`ix|
‡`o cqmvi ZvgvK Avi gvRb jBqv Muv‡U,
mÜv †ejvq QywUqv hvBZvg kïi evwoi ev‡U|
‡nm bv- †nm bv- ‡kvb `v`y, †mB ZvgvK gvRb †c‡q,
`vw` †h †Zvi KZ Lywk nZ ‡`‡LwZm hw` ‡P‡q!
b_ bvwoqv bvwoqv KwnZ nvwmqv, ÒGZw`b c‡i G‡j,
c_ cv‡b Pwnqv †n_vq Avwg †Ku‡` gwi AvuwLR‡jÕÕ|
Avgv‡i Qvwoqv GZ e¨v_v hvi †Kgb Kwiqv nvq,
Kei †`‡k‡Z Nygv‡q i‡q‡Q wbSSzg wbivjvq|
nvZ †Rvi K‡i †`qv gvO& `v`y, ÒAvq †Lv`v `qvgq,
Avgvi `vw`i Z‡i‡Z †hb †Mv †f¯— bwme nqÕÕ|
Zvici GB Rxe‡b hZ KvwUqv‡Q cvwo,
‡hLv‡b hvnv‡i Rov‡q a‡iwQ †mB P‡j †M‡Q Qvwo|
kZ Kvd‡bi kZ Ke‡ii AsK ü`‡q AvwK,
¸wbqv ¸wbqv fyj K‡i ¸wb mviv w`b ivZ RvwM,
GB nv‡Z †Kv`vj awiqv KwVY gvwUi Z‡j,
Nvov‡q w`‡qwQ KZ †mvbv gyL bvIqv‡q ‡Pv‡Li R‡j|
gvwU‡i Avwg eo fvjevwm gvwU‡Z wgkv‡q eyK,
Avq-Avq `v`y MjvMwj K‡i †Ku‡` hw` nq myL|
GB Lv‡b †Zvi evcwR †Nvgvq, GBLv‡b †Zvi gv,
Kuv`wQm ZzB? Kx Kiwe `v`y! covb †h gv‡b bv|
‡mB dvj¸‡b evc †Zvi G†m Kwnj Avgv‡i WvwK,
ev-Rvb, Avgvi kixi AvwR‡K Kx †h K‡i _vwK _vwKÕÕ|
N‡ii †g‡S‡Z mc&wU weQv‡q Kwnjvg evQv †kvI,
‡mB †kvIqv Zvi †kl †kvIqv n‡e Zvnv Kx RvwbZ †KD?
‡Mv‡ii Kvd‡b mvRv‡q Zvnv‡i Pwjjvg h‡e e‡q,
Zzwg †h Kwnjv ÒevRvb‡i Avgvi †Kv_v hvI `v`y j‡qÕÕ?
‡Zvgvi K_vi DËi w`‡Z K_v †_‡g †Mj gy‡L,
mviv `ywbqvi hZ fvlv Av‡Q †Ku‡` wd‡i †Mj `y‡L|
‡Zvgvi ev‡ci jv½j-†Rvqvj `ynv‡Z Rov‡q awi,
‡Zvgvi gv‡q †h KZB Kuvw`Z mviv w`bgvb fwi|
Mv‡Qi cvZviv †mB †e`bvq ey‡bv c‡_ †hZ S‡i,
dvj¸wb nvIqv Kvuw`qv DwVZ †kvb-gvV Lvwb f‡i|
c‡_ w`qv hvB‡Z †M‡qv cw_‡Kiv gywQqv hvBZ †PvL|
Pi‡Y Zv‡`i Kuvw`qv DwVZ Mv‡Qi cvZvi †kvK|
Av_v‡j `yBwU †Rvqvb ej` mviv gvV cv‡b Pvwn,
nv¤^v i‡e‡Z eyK dvUvBZ bq‡bi R‡j bvwn|
MjvwU Zv‡`i Rov‡q awiqv Kvuw`Z †Zvgvi gv,
†Pv‡Li R‡ji Mnxb mvq‡i Wyev‡q mKj Mv|
D`vmxwb †mB cjxevjvi bq‡bi Rj eywS,
Kei †`‡ki Av›`vi N‡o c_ †c‡qwQj LywR|
ZvB Rxe‡bi cÖ_g †ejvq WvwKqv Avwbj mvS,
nvq AfvMxwb Avcwb cwij gib-we‡li ZvR|
gwievi Kv‡j Kv‡Q Z‡i †W‡K Kwnj, ÒevQv‡i hvB|
eo e¨v_v ij `ywbqv‡Z †Zvi gv ewj‡Z †Kn bvB|
`yjvj Avgvi, hv`y‡i Avgvi, jw¶ Avgvi I‡i,
KZ e¨v_v †gvi Avwg Rvwb evQv Qwoqv hvB‡Z †Zv‡i|ÕÕ
‡dvUvq †dvUvq `yBwU MÛ wfRv‡q bqb-R‡j,
Kx †hb Avwkk K‡i †Mj Z‡i gib-e¨v_vi Q‡j|
¶b c‡i †gv‡i WvwKqv Kwnj- ÒAvgvi Kei Mvq
¯^vwgi gv_vi gv_jLvwb‡i SjvBqv w`I evq|ÕÕ
‡mB †m gv_vj cwPqv Mwjqv wg‡k‡Q gvwUi m‡b
civ‡bi e¨v_v g‡i bv‡Kv †m †h †Ku‡` I‡V ¶‡Y ¶‡b|
‡Rvovgvwb‡Kiv Nygv‡q i‡q‡Q GBLv‡b Zi“-Qvq,
Mv‡Qi kvLviv †ø‡ni gvqvq jyUv‡q c‡o‡Q Mvq|
‡RvbvwK-†g‡qiv mvivivZ RvwM R¡vjvBqv †`q Av‡jv|
wSuwSuiv evRvq Ny‡gi byc~i KZ †hb †e‡m fvj|
nvZ †Rvo K‡i †`vqv gvO& `v`,y Òingvb †Lv`v! Avq;
‡f¯— bwme KwiI AvwR‡K Avgvi evc I gvq!ÕÕ
GB Lv‡b †Zvi eywSi Kei, cixi gZb †g‡q,
we‡q w`‡qwQby KvwR‡`i evwo eywbqvw` Ni †c‡q|
GZ Av`‡ii eywS‡i Zvnviv fvjevwmZbv †gv‡U,
nv‡Z‡Z hw`I bv gvwiZ Zv‡i kZ †h gvwiZ †Vv‡U|
Le‡ii ci Lei cvVvZ, Ò`v`y †hb Kvj G‡m,
`yw`‡bi Z‡i wb‡q hvq †gv‡i ev‡ci evwoi †`‡k|ÕÕ
kïi Zvnvi KmvB Pvgvo, Pv‡n Kx Qoxqv w`‡Z,
A‡bK Kwnqv †mevi Zvnv‡i Avwbjvg GK kx‡Z|
‡mB †mvbv gyL gwjb n‡q‡Q dz‡V bv †m_vq nvwm,
Kv‡jv `ywU †Pv‡L iwnqv iwnqv AkÖ“ DwV‡Q fvwm|
ev‡ci gv‡qi Ke‡i ewmqv Kvuw`qv KvUvZ w`b,
‡K RvwbZ nvq, ZvnviI civ‡b evwR‡e giY-exb|
Kx Rvwb cPv‡bv R¡‡i‡Z awij Avi DwVj bv wd‡i,
GBLv‡b Zv‡i Kei w`‡qwQ hvI `v`y! ax‡i|
e¨_vZzi ‡mB nZfvMxwb‡i ev‡m bvB †Kn fv‡jv,
Ke‡i Zvnv‡i Rov‡q i‡q‡Q ey‡bv Nvm¸wj Kv‡jv|
e‡bi NyNyiv Dû Dû K‡i †Ku‡` g‡i ivZ w`b,
cvZvq cvZvq †Ku‡c D‡V †hb Zvwi †e`bvi exY|
nvZ †Rvo K‡i †`vqv gvO&-`v`y! ÒAvq †Lv`v! `qvgq|
Avgvi ey-Rxi Z‡i‡Z †hb †Mv †f¯— bwme nq|Ó
‡n_vq †Nvgvq †Zvi †QvU dzcy, mvZ eQ‡ii †g‡q,
ivgaby eywS †b‡g G‡mwQj †f‡¯—i avi †e‡q|
‡QvU eq‡mB gv‡q‡i nviv‡q Kx Rvwb fvweZ m`v,
AZUzKz ey‡K jyKvBqvwQj †K RvwbZ KZ e¨_v!
dz‡ji gZb gyLLvwb Zvi †`wLZvg h‡e †P‡q,
‡Zvgvi `vw`i QweLvwb †gvi ü`‡q DwVZ †Q‡q|
ey‡K‡Z Zvnv‡i Rov‡q awiqv †Ku‡` nBZvg mviv,
iwOb mvu‡S‡i ay‡q gy‡Q w`Z †gv‡`i †Pv‡Li aviv|
GKw`b †Mby MRbvi nv‡U Zvnv‡i ivwLqv N‡i,
wd‡i G‡m †`wL †mvbvi cÖwZgv jyUv‡q c‡_i c‡i|
‡mB †mvbv gyL †MvjMvj nvZ mKwj †Zgb Av‡Q,
Kx Rvwb mv‡ci `skb †c‡q gv Avgvi P‡j †M‡Q|
Avcb n‡¯— †mvbvi cÖwZgv Ke‡i w`jvg Mvwo,
`v`y! ai-ai eyK †d‡U hvq, Avi eywS bvwn cvwi|
GBLv‡b GB Ke‡ii cv‡k Av‡iv Kv‡Q Avq `v`y,
K_v Km bv‡Kv, RvwMqv DwV‡e Nyg-†fvjv †gvi hv`y|
Av‡¯— Av‡¯— Ly‡i †`L †`wL KwVb gvwUi Z‡j,
`xb`ywbqvi †f¯— Avgvi Nygvq Kx‡mi Q‡j|
IB `~i e‡b mܨv bvwg‡Q Nb Avwe‡ii iv‡M,
Agwb Kwiqv jyUv‡q cwi‡Z eo mva Rv‡M|
gwR` nB‡Z AvRvb nvuwK‡Q eo mKi“Y myi,
‡gvi Rxe‡bi †ivR †KqvgZ fvwe‡ZwQ KZ `yi|
‡Rvinv‡Z `v`y †gvbvRvZ Ki, ÒAvq †Lv`v! ingvb,
‡f¯— bwme KwiI mKj g„Z¨y-e¨w_Z-cÖvY|
±±±
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
শনিবার, এপ্রিল ২৩, ২০১১
নতুন কম্পিউটার ব্যবহার কারীদের জন্য কিছু তথ্য (ফন্ট ইনস্টল) ঃ
প্রথমেই বলে রাখছি নতুন ব্যবহারকারীরা ভূল কমান্ডের কারণে যদি কোন সমস্যার সৃষ্ঠি হয় তবে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। বরং ধৈর্যের সাথে তার মোকাবেলা করতে হবে ।
ফন্ট ঃ ফন্ট সম্পর্কে কিছু তথ্য, উইন্ডোজ দেয়ার পর কম্পিউটার তেমন বেশী কোন ফন্ট দেয়া থাকে না। বিশেষ করে বাংলা ফন্ট গুলো দেয়া থাকে না । ফন্ট গুলো ইন্সটল দেওয়ার জন্য প্রথমে বিজয় কপিরাইট সিডি থেকে সবগুলো ফন্ট সিলেক্ট করে কপি করতে হবে। তারপর তা কন্ট্রোল প্যানেল এর ফন্ট অপশনে গিয়ে পেস্ট করতে হবে ।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
শুক্রবার, এপ্রিল ২২, ২০১১
কম্পিউটার চালান রান কমান্ড এর সাহাজ্জে
স্বাগতম,
আপনি কম্পিউটার চালাতে পারেন রান কমান্ড এর ব্যবহার করে,
আমি কিছু কমান্ড দিলাম
মনজুর ইলাহী সামি
সিলেট
press start button and press run or press win key+r
and then one of these command for follewing purpose
Calc-----------–Calculator
Cfgwiz32-------–ISDN Configuration Wizard
Charmap---------character Map
Chkdisk--------–Repair damaged files
Cleanmgr-------–Cleans up hard drives
Clipbrd---------Windows Clipboard viewer
Control---------Displays Control Panel
Cmd------------–Opens a new Command Window
Control mouse--–Used to control mouse properties
Dcomcnfg-------–DCOM user security
Debug----------–Assembly language programming tool
Defrag---------–Defragmentation tool
Drwatson-------–Records programs crash & snapshots
Dxdiag---------–DirectX Diagnostic Utility
Explorer-------–Windows Explorer
রান কমান্ড এর সাহায্যে চালান কম্পিউটার -২ | প্রিন্ট |
লিখেছেন মানজুর ইলাহী সামি
Wednesday, 26 November 2008
আমি কিছু দিন আগে রান কমান্ডের কতকগুলো কমান্ড দিয়েছিলাম। মনে করি এগুলি আপনাদের কাজে লেগেছে। তাই আর কিছু কমান্ড দিলাম।
Fontview---------–Graphical font view
Fsmgmt.msc-------—Used to open shared folders
Firewall.cpl—-----Used to configure windows firewall
Ftp---------------ftp.exe program
Hostname---------–Returns Computer’s name
Hdwwiz.cpl-------—Used to run Add Hardware wizard
Ipconfig---------–Displays IP configuration for all network adapters
Logoff-----------—Used to logoff the computer
MMC--------------–Microsoft Management Console
Msconfig---------–Configuration to edit startup files
Mstsc------------—Used to access remote desktop
Mrc---------------Malicious Software Removal Tool
Msinfo32---------–Microsoft System Information Utility
Nbtstat----------–Displays stats and current connections using NetBIOS over TCP/IP
Netstat----------–Displays all active network connections
Nslookup---------–Returns your local DNS server
ধন্যবাদ।
আপনি কম্পিউটার চালাতে পারেন রান কমান্ড এর ব্যবহার করে,
আমি কিছু কমান্ড দিলাম
মনজুর ইলাহী সামি
সিলেট
press start button and press run or press win key+r
and then one of these command for follewing purpose
Calc-----------–Calculator
Cfgwiz32-------–ISDN Configuration Wizard
Charmap---------character Map
Chkdisk--------–Repair damaged files
Cleanmgr-------–Cleans up hard drives
Clipbrd---------Windows Clipboard viewer
Control---------Displays Control Panel
Cmd------------–Opens a new Command Window
Control mouse--–Used to control mouse properties
Dcomcnfg-------–DCOM user security
Debug----------–Assembly language programming tool
Defrag---------–Defragmentation tool
Drwatson-------–Records programs crash & snapshots
Dxdiag---------–DirectX Diagnostic Utility
Explorer-------–Windows Explorer
রান কমান্ড এর সাহায্যে চালান কম্পিউটার -২ | প্রিন্ট |
লিখেছেন মানজুর ইলাহী সামি
Wednesday, 26 November 2008
আমি কিছু দিন আগে রান কমান্ডের কতকগুলো কমান্ড দিয়েছিলাম। মনে করি এগুলি আপনাদের কাজে লেগেছে। তাই আর কিছু কমান্ড দিলাম।
Fontview---------–Graphical font view
Fsmgmt.msc-------—Used to open shared folders
Firewall.cpl—-----Used to configure windows firewall
Ftp---------------ftp.exe program
Hostname---------–Returns Computer’s name
Hdwwiz.cpl-------—Used to run Add Hardware wizard
Ipconfig---------–Displays IP configuration for all network adapters
Logoff-----------—Used to logoff the computer
MMC--------------–Microsoft Management Console
Msconfig---------–Configuration to edit startup files
Mstsc------------—Used to access remote desktop
Mrc---------------Malicious Software Removal Tool
Msinfo32---------–Microsoft System Information Utility
Nbtstat----------–Displays stats and current connections using NetBIOS over TCP/IP
Netstat----------–Displays all active network connections
Nslookup---------–Returns your local DNS server
ধন্যবাদ।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
বুধবার, এপ্রিল ২০, ২০১১
ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ
আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনি বাংলাদেশে। আপনার বন্ধু কম্পিউটারে খুব বেশী দক্ষ না। আপনি আপনার বন্ধুকে কিছু শেখাতে চান বা তার কম্পিউটারের কিছু কাজ করে দিতে চান। কিন্তু দুজন হাজার কিলোমিটার দুরে থেকে কিভাবে এটা সম্ভব। টিমভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে পারবেন, ফলে আপনি তাকে যেমন কিছু শেখাতে পারবেন তেমনই তার বিভিন্ন কাজও করে দিতে পারবেন। এজন্য অবশ্যই উভই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটওয়্যার ইনষ্টল থাকতে হবে।
এজন্য উভয়ই www.teamviewer.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার উভয়ই সফটওয়্যারটি চালু করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে Your Details অংশে ID এবং Password আসবে। যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তাই আপনার বন্ধুর কাছ থেকে এসএমএস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা ইমেইলের মাধ্যমে তার টিমভিউয়ারের ID এবং Password জেনে নিন। এখন আপনার টিমভিউয়ারের (Remote Support নির্বাচন রেখে) Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়া আইডি লিখে Connect Partner বাটনে ক্লিক করুন। তাহলে সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের টিমভিউয়ার পরীক্ষা করবে। এবপরে পাসওয়ার্ড চাইলে আপনার বন্ধুর দেওয়া পাসওয়ার্ড লিখে Log On বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার বন্ধুর দেওয়া আইডির টাইটেলে একটা উইন্ডো আসবে, যা আপনার বন্ধুর কম্পিউটারের ডেক্সটপ। এখন আপনি উক্ত ডেস্কটপের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (ফাইল/ফোল্ডার তৈরী, ডিলিট করা, টাইপ করা, সফটওয়্যার ইনষ্টল করা, ডাউনলোড করা, গান দেখা ইত্যাদি) করতে পারবেন। মোট কথা ইন্টারনেটর সংযোগ অক্ষুন্ন রেখে কম্পিউটার লগঅফ/সার্টডাউন ছাড়া বাকি সবই করতে পারবেণ। এছাড়াও Filetransfer থেকে সংযোগ নিলে আপনার নিজের কম্পিউটারের ফাইল আপনার বন্ধুর কম্পিউটারের মধ্যে ফাইল/ফোল্ডার আদান প্রদান করতে পারবেন।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
আরো দ্রত উইন্ডোজ চালু করা
কম্পিউটার (উইন্ডোজ) চালু হবার সময় বিভিন্ন সফটওয়্যার, নেটওয়ার্ক ফোল্ডার, প্রিন্টার, শেয়ার ফাইল এবং শিডিউল টাস্ক চালু হবার ফলে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে। আপনি চাইলে এগুলো বাদ দিয়ে দ্রুত উইন্ডোজ চালু করতে পারেন। এজন্য প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন খুলুন। এবার View ট্যাব থেকে Automatically search for network files and folders চেক বক্স আনচেক করুন। এরপর রানে গিয়ে রেজিষ্টি এডিটর খুলে HKEY_LOCAL_MACHINE \Software \Microsoft \Windows \Current Version \Explorer \RemoteComputer \NameSpace এর D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF নির্বাচন করে ডিলিড করে ফেলুন। এবার উইন্ডোজ পুনরায় চালু করলে দেখবেন উইন্ডোজ আগের চেয়ে অনেক বেশী দ্রুত খুলছে।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
পৃথিবীকে বদলে দিতে চাও তাহলে আস সবাই আমার সাথে।
![](http://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4fCCyRyMLm5EV1jSK3_o6vKEVsCAxn3CYEv6iikiUTOIreBmMEBaht916504lMBdt8Leagjzb-2oM_hsBSsoOqyLs_8PB9YQJQ2n6ktcK_oMIHTvK4PinBKwLyAVs7A/s220/Logo.jpg)
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)