বুধবার, এপ্রিল ২৭, ২০১১

কম্পিউটার ভালো রাখতে যা যা করা প্রয়োজন।

নিয়মিত কম্পিউটার ব্যবহার করলে এবং কয়েক বছর হয়ে গেলে কম্পিউটারে নানা সমস্যা দেখা দেয়কিছু সহজ জিনিসের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন
 হার্ডডিস্কে কম জায়গা নিয়ে (লো ডিস্ক স্পেস) নিয়ে কম্পিউটার চালানো ঠিক নয়দরকার হলে নতুন আরেকটি হার্ডডিস্ক কিনে ফেলুন
কম্পিউটারের গতি বাড়াতে কন্ট্রোল প্যানেলের অ্যাড অর রিমোভ পোগ্রামসে গিয়ে ফাইল আনইন্সস্টল করুন
 হার্ডডিস্ক থেকে ফাইল ডিলিট করলে তা সম্পূর্ণভাবে মুছে যায় না
অপারেটিং সিস্টেম বারবার সেটাপ করবেন না, কারণ এতে কম্পিউটারের গতি কমে যায়তা ছাড়া এতে মাদারবোর্ডের ওপরও অনেক চাপ পড়েসব মিলিয়ে কম্পিউটারের গতি কমে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন