বুধবার, এপ্রিল ২৭, ২০১১

কম্পিউটার নিরাপদ রাখুন।

কম্পিউটার ভাইরাসের সমস্যায় পড়ে থাকেন অনেকেইকম্পিউটারকে ভাইরাসমুক্ত করতে ইমারজেন্সি কিট ব্যবহার করে সুবিধা পাওয়া যায়কম্পিউটারকে প্রায় ৪০ লাখের মতো বিভিন্ন ভাইরাস, ওয়ার্ম, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার থেকে মুক্ত করা যায় ইমসিসফট ইমারজেন্সি কিট দিয়ে
বহনযোগ্য এই সফটওয়্যার দিয়ে কম্পিউটারের ভাইরাস, ট্রজন, ওয়ার্ম, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, কিলগার ইত্যাদি স্ক্যান এবং পরিষ্কার (ক্লিন) করা যাবে
ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.emsisoft.com থেকে নামানো যাবেতবে এই http://freeandfreeware.blogspot.com/2010/07/emsisoft-emergency-kit.html সাইটে ৯৩টি মিরর নামানোর লিংক আছে
ফলে মূল সাইট থেকে নামাতে সমস্যা হলেও মিরর ডাউনলোড লিংক থেকে তা নামানো যাবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন