প্রথমেই বলে রাখছি নতুন ব্যবহারকারীরা ভূল কমান্ডের কারণে যদি কোন সমস্যার সৃষ্ঠি হয় তবে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। বরং ধৈর্যের সাথে তার মোকাবেলা করতে হবে ।
ফন্ট ঃ ফন্ট সম্পর্কে কিছু তথ্য, উইন্ডোজ দেয়ার পর কম্পিউটার তেমন বেশী কোন ফন্ট দেয়া থাকে না। বিশেষ করে বাংলা ফন্ট গুলো দেয়া থাকে না । ফন্ট গুলো ইন্সটল দেওয়ার জন্য প্রথমে বিজয় কপিরাইট সিডি থেকে সবগুলো ফন্ট সিলেক্ট করে কপি করতে হবে। তারপর তা কন্ট্রোল প্যানেল এর ফন্ট অপশনে গিয়ে পেস্ট করতে হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন