স্বয়ংক্রিয়ভাবে নিজের ছবির পেনসিল স্কেচ তৈরি করা যায় ‘ইনস্ট্যান্ট ফটো স্কেচ’ নামের একটি সফটওয়্যার দিয়ে। ৫ মেগাবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/instant-photo-sketch-softare.html ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি ইনস্টল করার পর চালু করুন।
এখন file/open অপশন থেকে যে ছবিটির স্কেচ তৈরি করতে চান সেটি নির্বাচন করুন। এরপর create sketch বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ছবিটির স্কেচ তৈরি হয়ে যাবে। স্কেচ করা ছবিটি file/save-এ গিয়ে সংরক্ষণ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন